আমাদের অনুদান দিন
হাজারো সুবিধা-বঞ্ছিত, দরিদ্র ও অসহায় মানুষ একটু সাহায্যের আশায় অপেক্ষারত। আমরা চাইলেই রাতারাতি তাদের অবস্থার পরিবর্তন করতে পারি না। তবে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। এমনই সব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য জাগোরিকে অনুদান দিন। আমরা আপনার হয়ে সেই সাহায্য পৌঁছে দেব তাদের কাছে।
সাধ্যমত আপনার অনুদানের অর্থ বিকাশ করুন 01711993210 এই নম্বরে
অথবা সরাসরি আমাদের কার্যালয়ে এসে যোগাযোগ করুন।
আমাদের ঠিকানা: হাসেম আলী খাঁন ভবন, বিবির পুকুর পার, সদর রোড, বরিশাল।