গাছ লাগানো সাদাকায়ে জারিয়া। এটি বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণিত। যতদিন পর্যন্ত রোপনকৃত গাছটি জীবিত থাকবে ততদিন যত প্রাণী, পশুপাখি ও মানুষ সে গাছ থেকে ফুল, ফল এবং ছায়া অর্থাৎ যেকোনো উপকার পাবে, তা রোপণকারীর আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে লেখা হবে। রোপণকারী ব্যক্তি যদি মারাও যান, তাহলে তাঁর আমলনামায় এ সওয়াব পৌঁছাতে থাকবে।
নিম,জাম্বুরা,আমরা,পেয়ারা, আম, লেবু, সহ অন্যান্য গাছের প্যাকেজ মূল্য ৭০ টাকা