যাকাত একদিকে যেমন ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ, তেমনই এটি একটি মানবিক ইবাদত। যাকাত অর্থনৈতিক বৈষম্য দূর করতে সব থেকে বড় ভূমিকা পালন করে। আপনার প্রদানকৃত যাকাতের মাধ্যমে সচল হতে পারে একটি অচল সংসারের চাকা।
যাকাত নির্ধারিত হওয়াসত্ত্বেয় পরিশোধের আগেই সম্পদের মালিকের মৃত্যু হলে তার উত্তরাধিকারগণ অথবা তার তত্ত্বাবধায়ক তার সম্পত্তি থেকে প্রথমে যাকাত বাবদ পাওনা ও কোনো ঋণ থাকলে তা পরিশোধ করবেন। এরপর অবশিষ্ট সম্পত্তি, উত্তরাধিকারীদের মধ্যে বন্টিত হবে।