মহান আল্লাহ কুরআনে বলেছেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সূরা বাকারা, আয়াত ২৬১)
জাগো নাগোরিক (জাগোরিক)‘ র মাসিক অনুদান তহবিলে নিয়মিত দান করার মাধ্যমে আপনি জাগো নাগোরিক (জাগোরিক) সকল কল্যাণমুখী কাজের অংশদার হতে পারেন। মানবসেবামূলক সকল খাতে ব্যয় করা হয়। জাগো নাগোরিক (জাগোরিক) সকল নতুন কার্যক্রমে ব্যয় করা হয়। দাওয়াহ ও গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। জাগো নাগোরিক (জাগোরিক)‘র পরিচালনা ব্যয় নির্বাহ করা হয়। এই তহবিল জাগো নাগোরিক (জাগোরিক)‘র সার্বিক উন্নয়নের স্থায়ী আয়ের মাধ্যম।
দান করুন ক্লিক করে আপনি আমাদের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন
আমাদের কাজের আওতা
Copyright 2024 Jagorik.org All Rights Reserved .