মাসিক অনুদান তহবিল

মাসিক অনুদান তহবিল

মহান আল্লাহ কুরআনে বলেছেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সূরা বাকারা, আয়াত ২৬১)

অনেকে নিয়মিত দান করতে চান, কিন্তু মনে থাকে না বলে দান করা হয়ে ওঠে না। এখন থেকে বিকাশ বা নগদ অ্যাপ ব্যবহারকারীরা জাগোরিক ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করে নিয়মিত দান করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে দৈনিক, সাপ্তাহিক,

মাসিক অনুদান তহবিল

জাগো নাগোরিক (জাগোরিক)‘ র মাসিক অনুদান তহবিলে নিয়মিত দান করার মাধ্যমে আপনি জাগো নাগোরিক (জাগোরিক) সকল কল্যাণমুখী কাজের অংশদার হতে পারেন। মানবসেবামূলক সকল খাতে ব্যয় করা হয়। জাগো নাগোরিক (জাগোরিক) সকল নতুন কার্যক্রমে ব্যয় করা হয়। দাওয়াহ ও গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। জাগো নাগোরিক (জাগোরিক)‘র পরিচালনা ব্যয় নির্বাহ করা হয়। এই তহবিল জাগো নাগোরিক (জাগোরিক)‘র সার্বিক উন্নয়নের স্থায়ী আয়ের মাধ্যম।

অনুদান পাঠানোর জন্য আমাদের অ্যাকাউন্ট সমূহ

দান করুন
অ্যাকাউন্টের নাম : jagoNagorik (jagorik)
অ্যাকাউন্ট নম্বর :0200018205702
ব্যাংক : Agrani Bank PLC
শাখা : Kashipur Bazar (Old Bukhainagar) Branch
সুইফট কোড : AGBKBDDH
রাউটিং নাম্বার : 010060551
বিকাশ পার্সোনাল : ০১৭১১৯৯৩২১০
নগদ পার্সোনাল : ০১৭১১৯৯৩২১০

দান করুন ক্লিক করে আপনি আমাদের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন